Select Page

মাহফুজ প্রস্তুত, বুবলির সঙ্গে ‘প্রহেলিকা’ কবে শুরু?

মাহফুজ প্রস্তুত, বুবলির সঙ্গে ‘প্রহেলিকা’ কবে শুরু?

রহস্যঘেরা সম্পর্কের গল্প নিয়ে ছবি ‘প্রহেলিকা’

নব্বই দশকের জনপ্রিয় টিভি তারকা মাহফুজ আহমেদ, পরের দশকেও পর্দা কাঁপিয়েছেন। অল্পকটি সিনেমা করেছেন। নায়িকা হিসেবে পেয়েছে অন্তরা, মেহের আফরোজ শাওন, শাবনূর, মৌসুমীর মতো জনপ্রিয় নায়িকা। অন্যদিকে শাকিব খানের সঙ্গে বেশির ভাগ ছবি করলেও হালে নীরব, রোশান থেকে শরিফুল রাজের সঙ্গী হয়েছেন শবনম বুবলি

দুই ভিন্ন প্রজন্মের তারকাকে দেখা যাবে এক সিনেমা, নাম ‘প্রহেলিকা’। পরিচালনা করছেন চয়নিকা  চৌধুরী। গত এপ্রিলে সিনেমাটির ঘোষণা এলেও এখনো মাঠে গড়াননি কাজ।

প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, দীর্ঘ বিরতির পর বড়পর্দা দিয়ে অভিনয়ে ফিরছেন মাহফুজ আহমেদ। অক্টোবরের শুরুর দিকে  ‘প্রহেলিকা’ ছবিতে মনা চরিত্রে অভিনয় করবেন তিনি। সেই চরিত্রের জন্য ছয় মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে কমিয়েছেন ২০ থেকে ২৫ কেজি ওজন।

ওজন কমানো প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমি ফেরার মতো করেই ফিরতে চাই। অপেক্ষা করছিলাম সিনেমা দিয়ে কাজে ফিরব, ফিরছি। এ জন্য নিজেকে প্রস্তুত করছি অনেক দিন থেকে। ছবিতে আমার যে চরিত্র, সেই চরিত্রের বয়স অনুযায়ী নিজেকে প্রায় প্রস্তুত করে ফেলেছি। প্রায় ২৫ কেজি ওজন কমিয়ে এনেছি।’

ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘চলতি মাসে শেষের দিকে ছবির কলাকুশলীদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করব, তখন নতুনভাবে মাহফুজকে দেখতে পাবেন সবাই।’

ছবির শুটিং প্রসঙ্গে বলেন, ‘২০ আগস্ট থেকে ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আমার ছেলে অসুস্থ হওয়ার কারণে পেছাতে হয়েছে। এখন সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে কাজটি শুরু করব। প্রথমে সিলেটের সুনামগঞ্জের লোকেশনে শুটিং শুরু হবে। এরপর বাকি কাজ করবেন বান্দরবনের থানচিতে। ওই সময় শরতের আবহাওয়া পাওয়া যাবে। কাজটিও ভালো হবে।’

রহস্যঘেরা সম্পর্কের গল্প নিয়ে ছবি ‘প্রহেলিকা’। যার চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার।


Leave a reply