Select Page

মাহির দু’ছবি সেন্সর পেরুলো

মাহির দু’ছবি সেন্সর পেরুলো

image_1388_384517এক সপ্তাহে মাহি অভিনীত দুটি ছবি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল। ছবি দুটি হলো ওয়াজেদ আলী সুমনের ‘কী দারুণ দেখতে’ এবং ইফতেখার চৌধুরীর ‘অগ্নি‘।

ছবি দুটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পীশুভ। এর মধ্যে ‘কী দারুণ দেখতে’ ছবিটি অ্যাকশন রোমান্টিক এবং ‘অগ্নি’ ছবিটি অ্যাকশন ধরনের।

দুটি ছবি নিয়েই দারুণ আশাবাদী মাহি।

তিনি বলেন, ‘দুটি ছবিতে আমার চরিত্রের যথেষ্ট ভিন্নতা রয়েছে। কী দারুণ দেখতে ছবিতে আমি কখনো মেকআপ ছাড়া কালো একজন মেয়ের ভূমিকায় অভিনয় করেছি, অন্যদিকে অগ্নি ছবির পুরো গল্পেই আমি অ্যাকশন লেডির চরিত্রে অভিনয় করেছি।’

সূত্র: কালের কন্ঠ

 


মন্তব্য করুন