Select Page

মায়ের জন্মদিনে জয়া কী লিখলেন

মায়ের জন্মদিনে জয়া কী লিখলেন

jaya-ahsan

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদের জন্মদিন মঙ্গলবার। বিশেষ এ দিনের প্রথম প্রহরে মাকে শুভেচ্ছা জানান ‘গেরিলা’ নায়িকা। ফেসবুকে শেয়ার করেন বেশ কিছু ছবি।

jaya-ahsan1

ক্যাপশনে জয়া লেখেন, I have success because you’re my Mom. I have happiness because you’re my Mom. I have love because you’re my Mom. I’m so glad I have you as my mother. Happy birthday Mamoni.

jaya-ahsan2

২০১৫ সালের এ দিনে মাকে নিয়ে জয়া লিখেছিলেন, ‘মা তুমি তো শালিক পাখি…সকাল দুপর সন্ধ্যা রাত্রি ঘুরে বেড়াও আমার বুকের ভিতর। মা আমার জীবন ধবনি তোমার কণ্ঠ হতে নির্গত হয় কেউ জানে না। কেউ বোঝে না। শুধু আমি জানি আর জানে নীল আকাশের ওই তারারা।’

গুণী এ অভিনেত্রীর মায়ের জন্মদিনে বিএমডিবি’র পক্ষ থেকে শুভেচ্ছা।


মন্তব্য করুন