Select Page

মিটে গেল দ্বন্দ্ব, শাকিবকে শিল্পী সমিতির উপদেষ্টা করার পরিকল্পনা

মিটে গেল দ্বন্দ্ব, শাকিবকে শিল্পী সমিতির উপদেষ্টা করার পরিকল্পনা

অবসান হলো শাকিব খান বনাম শিল্পী সমিতির দ্বন্দ্ব। আট মাস পর শুক্রবার এফডিসিতে আসেন এ শীর্ষ নায়ক। এক পর্যায়ে শিল্পী সমিতির কার্যালয়ে আসেন। সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন। এ সময় উপস্থিতি ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

অনেকদিন ধরে শোনা যাচ্ছিল সব দ্বন্দ্বের অবসান ঘটছে। মাঝে অবশ্য চলচ্চিত্র ফোরামের একটি সংগঠনের ঘোষণা জল ঘোলা করে।

মূলত এফডিসিতে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিং করতে যান শাকিব। এ খবর পেয়ে ছুটে আসেন জায়েদ খান। তিনি শুটিং ফ্লোরে ছুটে যান এবং শাকিব খানকে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে অনুরোধ করেন। পরে শাকিব ও ওমর সানিকে সঙ্গে করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে নিয়ে আসেন।

শিল্পী সমিতির কার্যালয়ে সভাপতির চেয়ারে বসে শাকিব খান সবাইকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। বললেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির আজ করুণ অবস্থা। কাজ নেই। অনেকেই বেকার। অনেক দিন পর আজ এফডিসিতে নতুন ছবির কাজ হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। মানসম্মত কাজ কীভাবে বাড়ানো যায়, সেদিকে খেয়াল করতে হবে। সেই লক্ষ্যে সবাইকে চেষ্টা করতে হবে।’

জায়েদ খান ঘোষণা করেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খানকে সংগঠনটির উপদেষ্টা করা হবে। বরেণ্য আরও কয়েকজন শিল্পীকেও উপদেষ্টা করার পরিকল্পনার কথা জানান তিনি। আগামী দিনে তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সংগঠনটি পরিচালনা করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শাকিব খানের সঙ্গে বর্তমান কমিটির দূরত্ব তৈরি হয়। এরপর শাকিব খানের বিভিন্ন মন্তব্যের কারণে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার তার সঙ্গে কাজ না করার জন্য সবাইকে আহ্বান জানায়।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন