Select Page

মিথিলার সাঁতার প্রশিক্ষক জন

মিথিলার সাঁতার প্রশিক্ষক জন


আবারও জুটি হয়ে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জন কবির ও মিথিলা। মেজবা উদ্দিন সুমনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকের নাম ‘প্লেব্যাক ২’।

নাটকের গল্পে জন অভিনয় করেছেন একজন সাঁতার প্রশিক্ষক হিসেবে। এক দিন মিথিলা আসেন জনের কাছে সাঁতার শিখতে। জন অনেক চেষ্টা করে মিথিলাকে সাঁতার শেখাতেন। কিন্তু মিথিলা পানিকে অনেক ভয় পান। তিনি শুধু সুইমিং পুলের সামনে এসে দাঁড়িয়ে থাকেন। এক দিন জন আবিষ্কার করলেন মিথিলা সাঁতার জানেন। তিনি জনকে মিথ্যা বলেছেন।

কেন তিনি এই মিথ্যা বললেন, এই প্রশ্নের উত্তর পেতে হলে দর্শকদের নাটকটি দেখতে হবে জানান পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। তিনি বলেন, ‘আমরা এর আগে জন ও মিথিলার বেশ কিছু নাটক দেখেছি। কিন্তু এবারের গল্পটি একটু ভিন্ন। দুটি চরিত্রের মধ্যে মজার কিছু রসায়ন আছে। আশা করছি ভালো লাগবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন