Select Page

মিমের তিন ছবির খোঁজ নেই

মিমের তিন ছবির খোঁজ নেই

mim

সুইট হার্ট’র সাফল্যে ভাসছেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে শুটিং করছেন তারেক শিকদারের ‘দাগে’। স্বভাবতই এরপর নতুন সিনেমায় দেখা যাওয়ার কথা। কিন্তু মিম জানেন না, কোন সিনেমার শুটিং কবে শুরু হবে!

২০১৫ সালে ‘রক’, ‘ফার্স্ট জানুয়ারি’ ও ‘সম্পূর্ণ রঙিন’ নামের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন এ তারকা। কথা ছিল, একটার পর একটার শুটিং হবে। সেভাবেই শিডিউল দিয়েছিলেন মিম। শিডিউল জটিলতার কারণে আর কোনো ছবিতে চুক্তিবদ্ধও হননি। কিন্তু বছর ঘুরলেও কোনো সিনেমার চাকা ঘুরেনি।

শফিক হাসানের ‘রক’ ছবির তিন দিন শুটিংয়ের পর কোনো খবর নেই। এপ্রিলে শুটিং হওয়ার কথা থাকলেও কলকাতার আশীষ কুমারের ‘ফার্স্ট জানুয়ারি’ পেছাতে পেছাতে এখন ফেব্রুয়ারি। আর দেবাশীষ বিশ্বাস একের পর এক সিনেমার ঘোষণা দিচ্ছেন কয়েক বছর ধরে। কিন্তু শুটিংয়ের নাম নেই।

এ নিয়ে বিপাকে পড়েছেন মিম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ছবিগুলোর জন্য নতুন কাজ হাতে নিইনি। অথচ এগুলোর কাজ কখন শুরু হবে তা পরিচালকরাও মনে হয় জানেন না। এদিকে নতুন ছবি হাতে না থাকায় শুধু শুধু বেকার থাকতে হবে।’

এ ছাড়া কলকাতার অঞ্জন দত্তের পরিচালনায় ‘মন বাকসো’ নামের একটি সিনেমার মহরত করেছিলেন মিম। সেটিও স্থগিত অবস্থায় আছে।

সোহমের বিপরীতে কলকাতার একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মিমের। সম্প্রতি কমেডিধর্মী সিনেমাটির ঘোষণা এসেছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares