Select Page

মিমের সঙ্গে রিয়াজের প্রথম অভিনয়

মিমের সঙ্গে রিয়াজের প্রথম অভিনয়

Sweet-Heart-Photos

অনেকে মনে করেন ‌‘সুইট হার্ট’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিমরিয়াজ। তা ঠিক নয়। তারা প্রথম অভিনয় করেন টিভি নাটকে।

নাটকের নাম রহস্য। পরিচালক হুমায়ূন আহমেদ। ওই নাটকের অভিনয়ের অভিজ্ঞতা জানাতে মিম প্রথম আলোকে বলেন, ‘এই নাটকে আমার কোনো সংলাপ ছিল না। চিত্রনাট্য পড়ে মন খুব খারাপ হলো। মাকে বললাম, কীভাবে অভিনয় করব? নাটকে আমার তো কোনো সংলাপই নেই। কিন্তু নাটকের গল্প ছিল আমাকে ঘিরেই। নাটকটিতে আমি বাক্প্রতিবন্ধী ছিলাম না। আসলে আমি কোনো কথা বলিনি।’

রহস্য নাটকে অভিনয় করে মিম পারিশ্রমিক কত পেয়েছিলেন? এমন প্রশ্নে মিম বলেন, ‘পাঁচ হাজার টাকা। ওই টাকা দিয়ে তখন কী করেছি, তা মনে নেই। তবে এতটুকু মনে আছে, টাকাটা মাকে দিয়েছিলাম।’


মন্তব্য করুন