Select Page

মিম ও সোহম ফের

মিম ও সোহম ফের

mim-shoham

ডিসেম্বরে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমসোহম অভিনীত ‘ব্ল্যাক’। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল মিমকে আবারও যৌথ প্রযোজনার সিনেমায় দেখা যাবে। কিন্তু পাকাপাকি জানা যাচ্ছিল না। এবার তা জানা গেল।

মিম ও সোহম সম্প্রতি আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটি কলকাতার নামি কোনো পরিচালক নির্মাণ করবেন। এমনটা জানালেন ছবিটির বাংলাদেশের প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া

ছবিটিতে সুইটি চরিত্রে অভিনয় করবেন মিম আর সোহম করবেন হরিপদ চরিত্রে। সোহমের বিপরীতে অভিনয় প্রসঙ্গে ‘সুইট হার্ট’ অভিনেত্রী প্রথম আলোকে বলেন, ‘ব্ল্যাক ছবিতে কাজ করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। তাই নতুন কাজটি ভালো হবে বলেই আমার বিশ্বাস। কারণ, নতুন জুটি হিসেবে প্রথম ছবিতে কাজ করতে গিয়ে অভিনয়ের অল্পবিস্তর যে ঘাটতি ছিল, পরের ছবিতে তা কাটিয়ে ওঠা যাবে। কাজের বোঝাপড়াটা আরও ভালো হবে।’

মিম জানান, ১ মার্চ থেকে শুটিংয়ের জন্য শিডিউল নেওয়া হয়েছে। সিনেমাটির কলকাতার প্রযোজক রবি কিনাগি।


মন্তব্য করুন