Select Page

মিম শুধু জাজের নায়িকা

মিম শুধু জাজের নায়িকা

বিদ্যা সিনহা মিম জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই চুক্তির মাধ্যমে ১ মে থেকে তিনি জাজের বাইরে অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করবেন না। তবে চলমান চলচ্চিত্রগুলো শেষ করতে পারবেন। খবর এনটিভি অনলাইন।

সম্প্রতি ‘পোড়ামন ২’ ছবির মহরতে এমন ঘোষণা দেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘নায়িকা মিমের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার চুক্তি হয়েছে। আগামী মাসের এক তারিখ থেকে মিম জাজের নায়িকা, এরপর থেকে তিনি জাজের ছবিগুলোতে অভিনয় করবেন। আগামীতে জাজ শুধু কলকাতায় যৌথ প্রযোজনা নয়, মুম্বাইয়ের সঙ্গেও ছবি নির্মাণ শুরু করবে। আগামী দিনগুলোতে আরো ভালো ছবি উপহার দিতে চায় জাজ।’

এ বিষয়ে মিম বলেন, “আগামী মাসই কেন, আমি তো এখনো জাজের ছবিতে কাজ করছি। বর্তমানে এই প্রতিষ্ঠানের ‘পাষান’ নামে একটি ছবিতে আমি অভিনয় করছি। তবে আগামী মাস থেকে শুধু জাজের হয়েই অভিনয় করব।”

তিনি আরো বলেন, “আমি চলচ্চিত্রে অনেকদিন ধরেই কাজ করছি। অনেক ছবিতে এরই মধ্যে কাজ করা হয়েছে কিন্তু ‘পাষান’ ছবিতে কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর পরিকল্পনা আর গোছানো কাজ আমি এর আগে করিনি। আমার যতগুলো ছবি আছে, এর মধ্যে এই ছবিটি সবচেয়ে ভালো হবে আশা করি।”


মন্তব্য করুন