Select Page

মিশার মূল্যায়নে অনন্ত, শাকিব ও শুভ

মিশার মূল্যায়নে অনন্ত, শাকিব ও শুভ

misha shawdagor

সম্প্রতি একটি চ্যানেলের লাইভ ইন্টারভিউতে চলচ্চিত্রের নানা বিষয়ে কথা বলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। অন্যান্য বিষয়ের পাশাপাশি নায়কদের প্রসঙ্গেও কথা বলেন তিনি।

শাকিব খান সম্পর্কে তিনি বলেন, ‘শাকিব খান হলো রিয়েল হিরো। ও হাসলে দর্শকরা হাসে, ও কাঁদলে দর্শকরা কাঁদে।’

অনন্তকে নিয়ে মিশার মূল্যায়ন, “মোস্ট ওয়েলকাম’ থেকেই অনন্তর সফলতা শুরু। কারণ সে ছবিতে আমি ছিলাম। পরিপূর্ণ ফিল্মি ব্যাপার ছিল। এছাড়া একজন প্রযোজক হিসেবে তিনি পারফেক্ট। তার ছবির গান থেকে শুরু করে ফাইট অনেক উন্নত হয়। কারণ তিনি এসব বিষয়ে খরচে কোনো কমতি করেন না। তাই এই ইন্ডাস্ট্রির জন্য প্রযোজক অনন্তর প্রয়োজন রয়েছে।”

সবশেষে নতুন সুপারস্টার হিসেবে তিনি এগিয়ে রাখেন আরিফিন শুভকে। এ নিয়ে তিনি বলেন, ‘শুভর অনেক ভুল বা খামখেয়ালি আছে। তবে সেগুলো কাটিয়ে উঠতে পারলে শুভর দারুণ সম্ভাবনা রয়েছে।’


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares