Select Page

মীম-মৌসুমীর ব্ল্যাকমেইল

মীম-মৌসুমীর ব্ল্যাকমেইল

pic-06_95884 পরিচালক অনন্য মামুন এবার ঘোষণা দিলেন তার নতুন ছবির, নাম ‘ব্ল্যাকমেইল’। এতে অভিনয়ের জন্য চুক্তি বদ্ধ হয়েছে বিদ্যা সিনহা মীমমৌসুমী হামিদ। তাদের বিপরীতে থাকছেন কলকাতার হিরণ।

সম্প্রতি হিরন অভিনীত ‘মজনু’ ছবিটি কলকাতায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মেঘ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ২৮ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মামুন।

মীম দৈনিক কালের কন্ঠকে বলেন, ‘বাণিজ্যিক ছবিতে নিয়মিত কাজ করার ঘোষণা আগেই দিয়েছি। মামুনের ছবির গল্প ভালো লেগেছে। তাই সঙ্গে অন্য কোনো নায়িকা আছে কি নেই ভাবিনি।’ মৌসুমী বলেন, ‘প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে যাচ্ছি। একটু ভয় ভয় লাগছে। তবে আমার বিশ্বাস, পার পেয়ে যাব।’

 

 


মন্তব্য করুন