মুক্তিযুদ্ধের ছবি ‘বিশ্বসুন্দরী’
নাম শুনেই যা মনে হোক না কেন ‘বিশ্বসুন্দরী‘কে মুক্তিযুদ্ধের ছবি বলে উল্লেখ করেছেন সেন্সর বোর্ডের এক সদস্য। পাশাপাশি তিনি চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটির প্রশংসাও করেন।
সম্প্রতি ’বিশ্বসুন্দরী’ নিয়ে প্রতিবেদন প্রচার করে একটি টিভি চ্যানেল। বিষয় ছিলো সিনেমাটির সেন্সর সনদ প্রাপ্তি। সেখানে কথা বলছিলেন সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, নাম শুনে রোমান্টিক গল্প বা কোনো সাধারণ মেয়ের বিশ্বসুন্দরী হওয়ার গল্প মনে হলেও একটি আসলে মুক্তিযুদ্ধের সিনেমা। যার সঙ্গে নামের কোনো মিল নেই।
নির্মাতা চয়নিকার প্রশংসাও করেন খসরু। সেখানে জানান, টিভি নাটকের জনপ্রিয় এই মুখ বেশ চমৎকারভাবে সিনেমাটি নির্মাণ করেছেন।
কয়েক মাস সেন্সর বোর্ডে জমা দেওয়া হলেও ‘অসমাপ্ত’ থাকার কারণে সিনেমাটি ছাড়পত্র পায়নি। পরে বাকি দৃশ্য শেষ করে জমা দেওয়া হয়। সেই সূত্রে কয়েক দিন আগে মুক্তির অনুমতি পেয়েছে ‘বিশ্বসুন্দরী’।
এই ছবির মাধ্যমে প্রথমের মতো জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও পরী মনি। সঙ্গে আছেন আলমগীর, চম্পা, আনন্দ খালিদ, মনিরা মিঠুসহ পরিচিত অনেক মুখ।
সিনেমাটি কাহিনি ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের। প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। ইতিমধ্যে দুটি পোস্টার ও দুটি গান প্রকাশ হয়েছে অনলাইনে।
সব কিছু ঠিক থাকলে ২৭ মার্চ মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী’।