Select Page

মুক্তিযুদ্ধের দুই ছবিতে সজল

মুক্তিযুদ্ধের দুই ছবিতে সজল

এর আগে ‘নিঝুম অরণ্যে’ ও ‘রানআউট’ ছবিতে অভিনয় করেছেন টিভিপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। পেয়েছেন প্রশংসাও। তবে বড় আয়োজনে নির্মিতব্য ‘হারজিৎ’ আটকে গেলে এ নায়ক অনেকদিন বড়পর্দার বাইরে। এখন হাতে আছে বেশ কয়েকটি ছবি, তার মধ্যে দুটোই মুক্তিযুদ্ধের গল্পে তৈরি হচ্ছে— সুবর্ণভূমি ও ১৯৭১ সেইসব দিন।

জাহিদ হোসেনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এবং কুদরত-ই খুদার প্রযোজনায় সম্প্রতি ‘সুবর্ণভূমি’র কাজ শেষ করেছেন সজল। বলা যায় ঈদের পর টানা বেশ কয়েকদিন কাজ করে তিনি এই সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ, স্নিগ্ধাসহ আরো অনেকে।

সিনেমাটিতে মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে অভিনয় করেছেন সজল, যিনি একজন লেখক। যিনি সুবর্ণভূমি নামের একটি উপন্যাস লিখেছিলেন যুদ্ধের সময়ের সব রকমের ঘটনাগুলোকে নিয়ে।

এ ছাড়া বেশ আগেই শেষ করেছেন সরকারি অনুদানে নির্মিত হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’। মুক্তিযুদ্ধকালীন একটি পরিবারের গল্প এটি। আরও আছেন হৃদি হক, লিটু আনাম, সানজিদা প্রীতিসহ অনেকে।

এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে সজল অভিনীত আবু সায়ীদের ‘সংযোগ’, নাদের চৌধুরীর ‘জিন’ও অনন্য মামুনের ‘জাহানারা’।


মন্তব্য করুন