Select Page

মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে জাজে ফিরছেন মিশা

মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে জাজে ফিরছেন মিশা

যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দুরত্ব বাড়ে মিশা সওদাগর। অথচ খলনায়ককে এ প্রতিষ্ঠানের অনেক সিনেমায় দেখেছিলেন দর্শক। এবার দুরত্ব কমে এসেছে।

সম্প্রতি ‘বিজলী’র সংবাদ সম্মেলনে কোলাকুলি করেন মিশা ও জাজের কর্ণধার আব্দুল আজিজ। ওই সময় আজিজকে এফডিসিতে ফেরার আমন্ত্রণ জানান মিশা।

রাইজিং বিডির এক প্রতিবেদনে জানা গেছে, মিশা সওদাগর জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় অভিনয় করছেন। সংশ্লিষ্ট সূত্র জানান, ‘জাজের নতুন সিনেমায় মিশা সওদাগর কাজ করবেন। সিনেমাটির গল্প ও চরিত্র মিশা সওদাগরের পছন্দ হয়েছে।’

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘জাজের একটি সিনেমার গল্প আমাকে শোনানো হয়েছে। এটি মুক্তিযুদ্ধের গল্প। এতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করতে হবে। সিনেমাটির গল্প আমার পছন্দ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটিতে কাজ করব। তবে এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হইনি। নিয়ম-কানুন ঠিক থাকলে জাজের সিনেমায় অভিনয় করতে আমার অসুবিধার কিছু দেখছি না। সব ঠিক থাকলে অবশ্যই কাজ করব।’

এর আগে মিশা সওদাগর যৌথ প্রযোজনার ‘সুলতান’ সিনেমায় প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করার কথা ছিল। কিন্তু তার বয়সের সঙ্গে দ্বিতীয় খলনায়ক মিলছে না বলে তাকে আর নেয়া হয়নি।

সর্বশেষ ‘পাষাণ’-এ দেখা গেছে মিশাকে। তবে জাজের ছবিটির নির্মাণ শেষ হয় বেশ আগে।


মন্তব্য করুন