Select Page

মুক্তি পেল দুই ছবি

মুক্তি পেল দুই ছবি

9282_e4নতুন বছরে প্রথমবারের মতো একই শুক্রবারে মুক্তি পেল নতুন দুটি ছবি। ছবি দুটি হলো নতুন পরিচালক মাহমুদ হাসান মুরাদ পরিচালিত ‘মনের মধ্যে লেখা’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘কি দারুণ দেখতে’।

দুটিই প্রেমের ছবি। ‘মনের মধ্যে লেখা’ নির্মিত হয়েছে প্রয়াত প্রযোজক-পরিচালক মোতালেব হোসেনের হাতে গড়া মেরিনা মুভিজের ব্যানারে। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো সুপার হিরোইনখ্যাত সাগর ও শম্পা এবং প্রতিষ্ঠিত অভিনেতা অমিত হাসান।  এটি সাগর অভিনীত প্রথম ছবি।

‘কি দারুণ দেখতে’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পীমাহি। উল্লেখ্য, ছবিটি গতবছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে যায়।

দু’টি ছবি নিয়েই ছবির পরিচালক এবং শিল্পীরা বেশ আশাবাদী।


মন্তব্য করুন