Select Page

মুখোমুখি জিরো ডিগ্রি-বিগ ব্রাদার

মুখোমুখি জিরো ডিগ্রি-বিগ ব্রাদার

zeto-660x320

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুখোমুখি হতে যাচ্ছে আলোচিত দুটি চলচ্চিত্র। টেলিভিশন নাটকের মেধাবী নির্মাতা অনিমেষ আইচেরজিরো ডিগ্রি’ ও ঢালিউডের হিট নির্মাতা সাফিউদ্দিন সাফির ‌‘বিগব্রাদার’।

সম্প্রতি এক সাক্ষাতকারে ‘জিরো ডিগ্রি’র প্রযোজক ও অভিনয় শিল্পী মাহফুজ আহমেদ বলেন, ‌‘ছবির সব আনুষ্ঠানিক কাজ শেষ। সবকিছু ঠিক থাকলে ৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।’ চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন জয়া আহসানরুহী

10917850_1573891909494530_8671785982368851482_n

অন্যদিকে ‌‘দেশা- দ্য লিডার’ এর সাফল্যের পর ‘বিগব্রাদার’ হতে যাচ্ছে মাহিশিপন জুটির দ্বিতীয় ছবি। বুধবার সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘বুধবার আমার ছবিটিকে সেন্সরবোর্ড আনকাট ছাড়পত্র দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে চাই।’

সব মিলিয়ে বছরের অতি প্রত্যাশিত দুটি মুভি একই দিনে মুুক্তি পেতে যাচ্ছে।

 


মন্তব্য করুন