Select Page

মুখোমুখি সায়মন ও বাপ্পি

মুখোমুখি সায়মন ও বাপ্পি

3

এ প্রজন্মের দুই নায়ক সায়মন ও বাপ্পি শুক্রবার নতুন ছবি নিয়ে পরস্পরের মুখোমুখি হচ্ছেন। দুটিই রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবি। মুক্তি পাবে সারাদেশে।

সায়মন অভিনীত ‌’তুই শুধু আমার’ ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। মীনা ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে আরো অভিনয় করেছেন মৌমিতা, সিনথিয়া, কাজী হায়াত, আলেকজান্ডার বো, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। গানের কথা লিখেছেন সুদীপ কুমার। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী।

10636193_687138378037656_5861685278984649693_n
অন্যদিকে বাপ্পি চৌধুরীর ‘লাভ স্টেশন‘ মুক্তি পাচ্ছে ১০০টি প্রেক্ষাগৃহে। আরো অভিনয় করেছেন মিষ্টি, কাজী হায়াত, শাহনূর, রেহানা জলি প্রমুখ। গানের কথা লিখেছেন কবির বকুল, সুদীপ কুমার ও শওকত আলী ইমন। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ছবিটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন।


মন্তব্য করুন