Select Page

মুগ্ধতাকে বাপ্পির ‘মিসকল’

মুগ্ধতাকে বাপ্পির ‘মিসকল’

bappi1434800362

‘মিসকল’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করলেন বাপ্পি চৌধুরীসাফিউদ্দিন সাফি পরিচালিত এ সিনেমায় তার নায়িকা নবাগত মুগ্ধতা।

২০ জুন ডিজে মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন এ সিনেমার শুটিং শুরু করেন পরিচালক সাফি।

‘মিসকল’ প্রেমের ছবি। এতে বাপ্পিকে নতুন রূপে দেখা যাবে। নতুন সিনেমা প্রসঙ্গে সাফি সংবাদমাধ্যমকে বলেন, বাপ্পি চৌধুরীর সঙ্গে নবাগত মুগ্ধতাকে নিয়ে আমি ‘মিসকল’ নামে সুন্দর একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।

এদিকে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি এখন মুক্তির মিছিলে। ৭ আগস্ট ছবিটি মুক্তি পাবে। আরেক ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’র আউটডোর শুটিং বাকি রয়েছে।

বাপ্পি চৌধুরীও দারুণ ব্যস্ত। তার হাতে থাকা ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সুইটহার্ট’, ‘আজব প্রেম’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘বাজে ছেলে’, ‘এপার ওপার’ ইত্যাদি।


মন্তব্য করুন