Select Page

কবিতা নিয়ে মাসুদ পথিকের আরও দুই সিনেমা

কবিতা নিয়ে মাসুদ পথিকের আরও দুই সিনেমা

5

প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এ ঝলসে উঠেছিলেন মাসুদ পথিক। ছবিটি কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত। এবার গুণের কবিতা নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মান করছেন মাসুদ। এ ছবির নাম ‌’দ্য পোয়েট্রি : কবিগাছ’। সঙ্গে আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ কবিতাটিও।

এ বিষয়ে সম্প্রতি পরিচালক বলেন, ‘এই দুই কবিতা থেকেই আমার নতুন সিনেমা কবিগাছ নির্মাণ করব, যেখানে নির্মলেন্দু গুণসহ কমপক্ষে ৩০ জন কবি অভিনয় করবেন। মূলত কবিদের জীপনযাপন নিয়েই নতুন এ সিনেমার গল্প।’

জুনের শেষ সপ্তাহেই সিনেমাটির শুটিং তারিখ ও সময় নির্ধারণ করা হবে। এ বছরই ‘কবিগাছ’ এর কাজ শেষ হবে। ২১ জুন গুণের জন্মদিন উপলক্ষে পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেন মাসুদ পথিক।

unnamed

এছাড়া ‘মায়া— দ্য লস্ট মাদার’ নামে আরও একটি চলচ্চিত্র নির্মান শুরু করছেন মাসুদ পথিক। সম্প্রতি প্রকাশিত হলো এ ছবির পোস্টার।

২০১৪-১৫ অর্থবছরে ‘মায়া’ সরকারি অনুদান লাভ করেছে। একজন যুদ্ধশিশুর গল্প নিয়ে গড়ে উঠেছে মায়া’র প্রেক্ষাপট। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ সিনেমাটির মূল ভাবনাসূত্র। সিনেমাটি প্রযোজনা করছে ব্রাত্য চলচ্চিত্র। শীঘ্রই শুরু হবে সিনেমাটির শুটিং। বর্তমানে চলছে পূর্ব-প্রস্তুতি। এর মূল চরিত্রের জন্য মাসুদের প্রথম পছন্দ বলিউড তারকা রাণী মুখার্জী।

 


মন্তব্য করুন