Select Page

মুনমুনের কামব্যাক

মুনমুনের কামব্যাক

munmun

শেষ হলো মুনমুনের কামব্যাক সিনেমা ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’র শুটিং। ড্যানি সিডাক পরিচালিত চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ হয় মঙ্গলবার, পুবাইলে।

এই ছবির মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। অশ্লীলতার অভিযোগ থাকলেও এ অভিনেত্রী এখন তা বেমালুম অস্বীকার করেন। ইতোমধ্যে ‘মেঘকন্যা’ নামের সিনেমায় আইটেম গানে নেচেছেন। শিডিউল জটিলতার কারণে ফিরিয়ে দিয়েছেন ‌‘৫২ থেকে ৭১’ সিনেমা।

২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’। মুনমুন ছাড়াও আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা ও রত্না।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও তাদের সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে এর গল্প গড়ে উঠেছে।

চলচ্চিত্রটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান। অন্যান্য ভূমিকায় রয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলীরাজ, মিজু আহমেদ, আফজাল শরীফ, ডলি জহুর প্রমুখ। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড্যানি সিডাক নিজেই।

সূত্র : এনটিভি


মন্তব্য করুন