Select Page

মুরাদ পারভেজের নতুন ছবি

মুরাদ পারভেজের নতুন ছবি

2013-07-10-16-00-09-51dd850945ec2-untitled-28চন্দ্রগ্রহণ‘খ্যাত পরিচালক  মুরাদ পারভেজ দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন।

ছবির নাম বৃহন্নলা। এটি হবে তার দ্বিতীয় ছবি।

পরিচালকের স্ত্রী ও অভিনেত্রী সোহানা সাবা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এই খবর জানান। এই ছবিতে তিনিও অভিনয় করতে যাচ্ছেন। তিনি আরো জানান, তাদের বর্তমান ব্যস্ততা এই ছবি নিয়ে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ছবির শ্রটিং শুরু হবে।

শুটিং হবে রাজবাড়ী ও গাজীপুরে।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন