Select Page

মেকআপের বাজেট ৩ কোটি টাকা, ভাবা যায়!

মেকআপের বাজেট ৩ কোটি টাকা, ভাবা যায়!

ব্যবসা বিচারে বাংলা সিনেমার বাজেট নিম্নগামী, সেখানে অনন্য মামুন জানালেন, তার নতুন ছবি ‘মেকআপ’-এর বাজেট ৩ কোটি টাকা।

এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‍“চলচ্চিত্রটির পুরো শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও শেষের দিকে। নভেম্বরে মুক্তি দিচ্ছি না কারণ, চারপাশের সার্বিক পরিস্থিতি অনুকূলে নেই। এই চলচ্চিত্র মুক্তির জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। ৩ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র ‘মেকআপ’। এর পেছনে অনেক শ্রম দিয়েছি। প্রত্যাশাও অনেক। তাই বুঝে-শুনে মুক্তি দিতে চাই।”

সোমবার দুপুরে ‘মেকআপ’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা অনন্য মামুন। সেখানে দেখা গেছে, তারিক আনাম খান, নবাগত রিয়েলি এবং রোশানকে।

লাইট ক্যামেরায় বন্দি সেলেব্রিটিদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ ‘মেকআপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকেনা, থাকে শুধু সত্য।

অনন্য মামুন জানান,‘মেকআপ’ চলচ্চিত্রে ইন্ডাস্ট্রির ভিতরের অনেক গল্প থাকবে। ‘মেকআপ’-এ একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও রয়েছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, রিয়েলি, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ।

‘মেকআপ’ প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন হাউজ। প্রতিষ্ঠানটি প্রথম লগ্নি করছে এই ছবিতে। জানা যায়, এই প্রোডাকশন হাউজ থেকে প্রতিবছর তিনটি ছবি নির্মিত হবে।


মন্তব্য করুন