Select Page

মেধাবী নন ‘মেন্টাল’ পরিচালক

মেধাবী নন ‘মেন্টাল’ পরিচালক

11081306_729832683804003_9031276565491754254_n

শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ এখনও নির্মাণাধীন। এরই মাঝে দারুন আলোচনায় রয়েছে সিনেমাটি। শনিবার কয়েকটি অনলাইনে দেখা যায় ঐতিহাসিক চরিত্র ‘মীরাবাঈ’কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ এ পরিচালক। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন ববি।

পরে এক ফেসবুক স্টাটাসে রনি বিষয়টি অস্বীকার করেন এবং জানান, তিনি ‘মীরাবাঈ’কে নিয়ে চলচ্চিত্র নির্মাণের মতো মেধাবী নন। তবে এটা জানিয়েছেন ‘মীরাবাঈ’ নামে একটা সিনেমার পরিকল্পনা করেছেন। যার সঙ্গে ঐতিহাসিক চরিত্রটির কোনো সম্পর্ক নেই।

নিচে তার স্টাটাসটি তুলে ধরা হলো—

“প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অনন্য চরিত্র মীরাবাঈ-এর গল্পের আদলে কোন চলচ্চিত্র নির্মান করছি না। সত্যি সত্যিই করছি না। মীরাবাঈকে নিয়ে চলচ্চিত্র নির্মানের মতো মেধাবী আমি নই। তবে এটা সত্য আমি ‘মীরাবাঈ’ নামে একটি চলচ্চিত্রের পরিকল্পনা করেছিলাম, কিন্তু যেটার সাথে ইতিহাসের মীরাবাঈ চরিত্রের কোন যোগাযোগ নেই। আমি কোন ফিল্ম করলে আমি নিজে থেকেই বিস্তারিত আপনাদের জানাবো। আশা করি তখনো আপনাদের পাশেই পাবো।”

 


মন্তব্য করুন