Select Page

মেলায় সৈয়দ নাজমুস সাকিবের ‘সিনেম্যান’

মেলায় সৈয়দ নাজমুস সাকিবের ‘সিনেম্যান’

২০১৬ সালে একটি টিভিসি ও একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় মুখ দেখিয়েছেন সৈয়দ নাজমুস সাকিব। তার আগে থেকেই লেখালেখির সূত্রে অনলাইনে তিনি খুবই পরিচিত মুখ। ফেসবুক ও গণমাধ্যমে তার অসংখ্য লেখা প্রকাশ হয়েছে। এবারের বইমেলায় প্রকাশ তার প্রথম বই ‘সিনেম্যান’। এর বিষয়ও সিনেমা।

বইটি সম্পর্কে সাকিব বলেন, ‘আমার সিনেম্যান একজন সাধারণ মানুষকে অভিনেতা, অভিনেত্রী বা সর্বোপরি সিনেমা সম্পর্কে আগ্রহী করে তুলতে পারে, এমনকি সেই মানুষটা সিনেমা পছন্দ না করলেও- সেটাই তার বিশেষ ক্ষমতা।’

আরো বলেন, ‘দেশ বিদেশের অনেক অসাধারণ অভিনেতা আর অভিনেত্রীদের বায়োগ্রাফি। তাদের জীবনের সংগ্রাম, চড়াই–উতরাই, তাদের সাফল্য- সব। নতুন বেশ কিছু তথ্য সহকারে।’

‘সিনেম্যান’ প্রকাশ করেছে ভাষাচিত্র। ১১২ পৃষ্টার বইটির দাম ২১৫ টাকা।

এবার এক নজরে সূচিপত্র দেখে নিন— এক্সট্রা থেকে এক নম্বরে, একজন শহীদুল ইসলাম খোকন, আমাদের যুগের ব্যাটম্যান, আমাদের আয়রনম্যান, বলিউড এর ফেলুদা, বলিউড এর অলরাউন্ডার, ডেডিকেশনের সমার্থক শব্দ যেই অভিনেতা, যার মিথ্যাও সত্যি হয়ে যায় অভিনয়ের যাদুতে, একজন বিগ বই,  রহস্যময় এক অভিনেতা, ‘সিনেমা বানিয়েছেন চারখানা, তাতেই সবাইকে করেছে আনন্দে আটখানা’, হলিউড এর মুক্তো, ‘ভাঁড় নন, ভবঘুরে নন, তিনি এক ও অনন, তিনি চ্যাপলিন’, বলিউড নয়নের কাজল ও অন্যরকম অভিনেত্রী শাবানা আজমী।

সিনেমা বিষয়ে বাংলা মুভি ডেটাবেজেও নিয়মিত লিখছেন সৈয়দ নাজমুস সাকিব। তার ও তার বইয়ের জন্য শুভ কামনা।

তথ্য সূত্র : ডাকপিয়ন টোয়েন্টিফোর ও ফেসবুক


মন্তব্য করুন