Select Page

মেল গিবসনের সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন

মেল গিবসনের সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন

অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রের বসবাস করছেন আনিসুর রহমান মিলন। সেখানে টুকটাক অভিনয়ের সঙ্গেও যুক্ত তিনি। এবার মিলন হলিউড তারকা মেল গিবসনের সঙ্গে কাজের সুযোগ পেলেন। তাদের দেখাও যাবে এক ফ্রেমে।

এ বিষয়ে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এবার দেশ থেকে আমেরিকায় আসার পর প্রডাকশন থেকে কল পাই। জানতে পারি, আমার সঙ্গে মেল গিবসনের একটা দৃশ্য তারা শুট করতে চায়। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। লাস ভেগাসে একদিন আমাদের দৃশ্যটি ধারণ করা হয়েছে।’

‘বোনইয়ার্ড’ ছবিতে অভিনয় করেছিলাম একমাত্র মেল গিবসনের সঙ্গে কাজ করার সুযোগ পাব ভেবে— এ কথা জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ‘শুটিং শুরু হওয়ার পর জানতে পারি, আমরা এক ছবিতে আছি ঠিকই, কিন্তু পর্দায় এক ফ্রেমে দেখা যাবে না আমাদের। একটু খারাপ লেগেছিল। এবার দেশ থেকে আমেরিকায় আসার পর প্রডাকশন থেকে কল পাই। জানতে পারি, আমার সঙ্গে মেল গিবসনের একটা দৃশ্য তারা শুট করতে চায়। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। লাস ভেগাসে একদিন আমাদের দৃশ্যটি ধারণ করা হয়েছে। অবিস্মরণীয় ছিল সেই দিন। মেল গিবসনের সঙ্গে একই ফ্রেমে, ভাবা যায়।”

ওই ছবি ও দৃশ্য নিয়ে বলেন, “ছবিটি আমেরিকার একটা সত্য ঘটনা নিয়ে। গল্পে দেখা যাবে ৯ মেয়েকে পর্যায়ক্রমে খুন করে এক কিলার। সেই খুনের রহস্য উন্মোচনের দায়িত্ব পান মেল গিবসন। আমি একটি দোকানের মালিক। একদিন আমার দোকানে সেই কিলার আসে। দূর থেকে একটি মেয়েকে সে ফলো করে। আমি কিলারকে এভাবে ফলো করতে নিষেধ করলে সে চলে যায়। কিছুদিন পর জানা যায়, মেয়েটি খুন হয়েছে। মেল গিবসন আমাকে জিজ্ঞাসাবাদ করেন। দৃশ্যটি বেশ লম্বা, হয়তো দু-তিন মিনিটের হবে।”

এদিকে ঈদুল ফিতরে মুক্তি পাবে মিলন অভিনীত ‘মায়া দ্য লাভ’। এ সিনেমায় আরো আছেন শবনম বুবলি, জিয়াউল রোশন ও সাইমন সাদিক।


মন্তব্য করুন