Select Page

মৌসুমীর ‘লিডার’

মৌসুমীর ‘লিডার’

image_1352_375427মৌসুমী সর্বশেষ অভিনয় করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে। সেই ছবি মুক্তি পাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। এরমাঝে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও চরিত্র এবং গল্প পছন্দ না হওয়ায় তিনি কাজ করেননি। সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয় করছেন মৌসুমী।

শিমুলের পরিচালনায় ‘লিডার’ নামের ছবিটি এখন উত্তরা ও ময়নারটেকের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে।

মৌসুমী বলেন, ‘এ ছবির কাহিনী আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে, অভিনয়ের মাধ্যমে নিজেকে দর্শকের কাছে নতুন করে উপস্থাপন করতে পারব।’

‘লিডার’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস

এদিকে শিগগিরই নিজের পরিচালনায় নতুন ছবির কাজ শুরু করবেন মৌসুমী। ইমপ্রেস প্রযোজিত ছবিটির পাণ্ডুলিপির কাজ চলছে।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন