Select Page

মে মাসে ‘সোনাবন্ধু’

মে মাসে ‘সোনাবন্ধু’

ছোটপর্দার অভিনেতা ডি এ তায়েব অভিনীত ছবি ‘সোনাবন্ধু’। এতে তার বিপরীতে রয়েছেন পপি পরী মনি। তপন বসাকের প্রযোজনা ও শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। এরইমধ্যে এ ছবির সেন্সর ছাড়পত্রসহ সকল কাজ শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে।

ছবিটি নিয়ে তায়েব মানবজমিনকে বলেন,  “এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেইড ইন বাংলাদেশ’ ছবিতে অতিথি চরিত্রে কাজ করেছিলাম। তবে চলচ্চিত্রের মূল অভিনেতা বলতে হলে আমি ‘সোনাবন্ধু’ ছবির কথাটি বলব। বৈশাখে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে মে মাসে যাচ্ছে।”

এদিকে  পপি তার অভিনীত ছবির মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরছেন। বড় পর্দার গুণী এ অভিনেত্রী বেশ কয়েকমাস ধরেই নীরব। তিনি বলেন, “যেসব কাজ করতে চাই সেসবের প্রস্তাব আসে না। ফোন রিসিভ করে অযথা উল্টা-পাল্টা ছবির প্রস্তাব শুনতে ভালো লাগে না। আমি চলচ্চিত্রের  মানুষ। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। এর প্রতি এক দুর্দান্ত টান অন্তরে বহমান সব সময়। তাই অন্তরালে আর থাকতে চাই না। আমার অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি মে মাসে মুক্তি পাবে। এটা জেনে আমি আনন্দিত।”


মন্তব্য করুন