Select Page

মৌসুমীর ‘শূন্য হৃদয়’

মৌসুমীর ‘শূন্য হৃদয়’

254‘শূন্য হৃদয়’ নামে নিজের পরিচালনায় তিন নম্বর ছবির শুটিং শুরু করলেন মৌসুমী। সম্প্রতি বান্দরবানের বিভিন্ন লোকেশনে ছবির তিনটি গানের শুটিং করে ঢাকায় ফিরেছেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমানের কাহিনী নিয়ে নির্মীয়মান ‘শূন্য হৃদয়’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও ফেরদৌস

মৌসুমী একটি সংবাদমাধ্যমকে বলেন, একটি অন্যরকম গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। আগের দুটি ছবি পরিচালনায় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে। জনপ্রিয় চিত্রতারকা মৌসুমী ২০০৩ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর পরিচালক গুলজারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন জাতীয় কবির অমর সৃষ্টি ‘মেহের নেগার’ নিয়ে চলচ্চিত্র। মৌসুমী পরিচালিত প্রথম ছবি তিনটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

তিনি জানান, ঢাকায় বিভিন্ন লোকেশনে ‘শূন্য হৃদয়’ ছবির শুটিং হবে। এ ছবির শুটিং শেষ হওয়ার পর তিনি ইমপ্রেস টেলিফিল্মের শততম ছবি পরিচালনার কাজ শুরু করবেন।

ইমপ্রেস টেলিফিল্মের প্রথম ছবি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবি পরিচালনা করেছিলেন মৌসুমী। ইমপ্রেসের শততম ছবিটিও পরিচালনা করে একটি অনন্য রেকর্ড স্থাপন করবেন তিনি।

মেৌসুমী আরও বলেন,আমি পরিচালক হিসেবে একেবারেই নবীন। প্রথম দুটি ছবি থেকে অনেক কিছু শিখেছি। এবার তাই অনেক সমস্যাই কাটিয়ে উঠতে পেরেছি। এবার আমার ছেলে ফারদিন আমাকে সহযোগিতা করছে। নতুন এক অভিজ্ঞতা ছেলেকে নিয়ে কাজ করার।


মন্তব্য করুন