Select Page

মৌসুমী-নিলয়ের ‌’ভালোবাসবে তো’

মৌসুমী-নিলয়ের ‌’ভালোবাসবে তো’

87ভিন্ন প্রজন্মের দু্ই তারকা মৌসুমী ও নিলয়কে জুটি হিসেবে চলচ্চিত্রে দেখা যাবে এবার। বেলাল আহমেদ পরিচালিত ‌’ভালোবাসবে তো’ ছবিতে তারা জুটি হলেন। ছবির বিষয়বস্তুও অসম বয়সের প্রেম।

সম্প্রতি ঢাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে।

ছবির গল্পে মৌসুমীর চরিত্রটি একটি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তার। আর নিলয় চারুকলা থেকে সদ্য পড়াশোনা শেষ করেছেন। যোগ দিয়েছেন মৌসুমীর অফিসের কর্মকর্তা হয়ে। দিন গড়ানোর সঙ্গে তাঁদের মধ্যে অসম বয়সী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অসম প্রেম নিয়ে মৌসুমী এর আগে কাজ করেছেন শাকিব খানের সঙ্গে, উত্তম আকাশ পরিচালিত ‘তুই যদি আমার হইতিরে’ ছবিতে।


মন্তব্য করুন