Select Page

মৌসুমী হামিদের সুদিন

মৌসুমী হামিদের সুদিন

56

লাক্স চ্যানেল আই প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে এসেছেন মৌসুমী হামিদ। এখনও কোন চলচ্চিত্র মুক্তি না পেলেও একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে সবাইকে চমকে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী। ছবির নাম ‘রক’। পরিচালনা করছেন শফিক হাসান।

মৌসুমী হামিদ অভিনীত প্রথম ছবি ‘ব্ল্যাকমেইল’। ১৪ আগস্ট অনন্য মামুন পরিচালিত ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে তাকে আনিসুর রহমান মিলনের বিপরীতে থাকেদেখা যাবে।

‘রক’ এর শুটিং ২ জুলাই শুরু হবে উত্তরায়। এ ছবিতে মৌসুমী হামিদকে দেখা যাবে ক্যালিফোর্নিয়া প্রবাসী এক তরুণীর ভূমিকায়। আর তার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। বাংলাদেশ ছাড়াও কলকাতার কয়েকজন অভিনয়শিল্পী থাকারও কথা রয়েছে।

‘রক’ প্রসঙ্গে মৌসুমী মানবজমিনকে বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পের চলচ্চিত্র এটি। আমার চরিত্রটিও চমৎকার। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ রয়েছে এখানে। তাই এটি আমার জন্য চ্যালেঞ্জের। আর এর জন্যই এখানে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’

এ দিকে মৌসুমী অভিনীত ‘জালালের গল্প’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ও‘লুকোচুরি প্রেমসহ আরও বেশ কিছু ছবি মুক্তি প্রতীক্ষায় রয়েছে।


মন্তব্য করুন