Select Page

যুক্তরাষ্ট্রে ‘নক্ষত্রের রাত’

যুক্তরাষ্ট্রে ‘নক্ষত্রের রাত’

‘কৃষ্ণপক্ষ’র সফলতার পর এখন ‘নক্ষত্রের রাত’ নিয়ে এগুচ্ছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন অনেকদিন আগেই। পাশাপাশি ছবির শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

শাওন বলেন, ‘গল্পের প্রয়োজনের আমাদের শুটিং দেশের বাইরেই করতে হচ্ছে। ছবির ৭০ ভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রে। বাকি অংশ আমরা দেশেই করবো।’

প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। যুক্তরাষ্ট্রে যাওয়া নিশ্চিত হলেই পুরো টিম সেখানে চলে যাবে। তবে সেটা কবে নাগাদ শুরু হবে, এমন প্রসঙ্গে শাওন বলেন, ‘এখনই সঠিক সময়টা বলতে পারছি না। তবে শিগগিরই হয়তো শুরু করতে পারবো।’

ছবিটিতে প্রথমবারের মতো তার নির্দেশনায় অভিনয় করবেন মিশা সওদাগর। এছাড়া এবারো ছবিতে নায়িকা চরিত্রে দেখা যাবে মাহিকে। তার বিপরীতে আছেন বাঁধন। ‘কৃষ্ণপক্ষ’র পর এটি শাওনের সাথে মাহির দ্বিতীয় সিনেমা।

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন