Select Page

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন সিমলা

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন সিমলা

shimla

অনেকদিন ধরেই সিমলাকে নতুন ছবিতে পাওয়া যাচ্ছে না। সবশেষ রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ও রাশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং করেন। এ ছবি দুটির কাজ এখনও বাকি। এরই মধ্যে গুজব উঠেছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন এ অভিনেত্রী।

মানব জমিন জানায়, অনেকদিন ফোনও বন্ধ ছিল এই অভিনেত্রীর। হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিমলা।

পত্রিকাটিকে মোবাইলে সিমলা বলেন, ‘অবকাশ যাপনের জন্য মূলত আমার এ যাত্রা। চলচ্চিত্রের অবস্থা এখন খুব একটা ভালো না। মনটা ভালো থাকে না যখন দেখি কোনো ছবি প্রেক্ষাগৃহে তেমন ব্যবসা করছে না। আর পেশাদার প্রযোজক ও পরিচালকরা তেমন ছবি নির্মাণ করছেন না। তাই এখানে কিছুদিন ভালো সময় কাটানোর জন্য এসেছি।’

তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, এবার যুক্তরাষ্ট্রে স্থায়ী হবেন সিমলা। এর মধ্যে সেখানে বেশ কিছু প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে কথাও হয়েছে তার। জানা গেছে, সেখানে চাকরির পাশাপাশি অন্য কিছু করবেন তিনি।

অন্য একটি পত্রিকা জানায়, সিমলা আগেই বলেছিলেন ‘ম্যাডাম ফুলি টু’র পর তিনি চলচ্চিত্র বিরতি নিবেন। আশিকুর রহমানের পরিচালনায় সিনেমাটির শুটিং জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল।


মন্তব্য করুন