Select Page

যুদ্ধাপরাধীর ঘটনায় ‘কনডেম সেল’

যুদ্ধাপরাধীর ঘটনায় ‘কনডেম সেল’

দেশপ্রেমের চেতনা ও যুদ্ধাপরাধীর কনডেম সেলের ঘটনাকে আশ্রয় করে প্রাঙ্গনেমোর মঞ্চে আনে ‘কনডেম সেল’। ২৮ জুলাই মহিলা সমিতি মঞ্চে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকটি। রচনা করেছেন অনন্ত হিরা ও নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা।

এ প্রসঙ্গে অনন্ত হিরা বলেন, ‘নাটকটিতে ওঠে এসেছে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের আগে যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর অত্যাচার ও তাদের সহযোগী এদেশীয় রাজাকার-আলবদর, আল সামস বাহিনীর নির্মম অবিচারের ঘটনা। গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল হয়ে যাওয়া ৫৬ হাজার বর্গমাইলের ৬৮ হাজার গ্রামের দৃশ্যপট। নাটকের প্রেক্ষাপট গড়ে উঠেছে কনডেম সেলে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নিয়ে।’

‘কনডেম সেল’-এ অভিনয় করেছেন অনন্ত হিরা, নুনা আফরোজ, আউয়াল রেজা, রামিজ রাজু, মাইনুল তাওহিদ, জাহিদুল ইসলাম, শুভেচ্ছা রহমান, বন্ধু তুহিন, আহমেদ সুজান, অরুশ, সোহাগ রাহমান, বি এস রাইমা, হাসান মাহামুদ প্রমুখ।


Leave a reply