Select Page

যে সাতটি হলে ‘আবার বসন্ত’

যে সাতটি হলে ‘আবার বসন্ত’

গুণী অভিনেতা তারিক আনাম খান ও এ প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়াকে প্রধান চরিত্র ধরে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘আবার বসন্ত‘। সিনেমাটি ঈদুল ফিতরে সীমিত পরিসরে মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা।

সিনেমাটি ঈদের দিন থেকে দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনে ওয়ার্ল্ড, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সাভারের সেনা অডিটোরিয়াম ও ময়মনসিংহের পূরবী সিনেমা হলে।

ছবির গল্প প্রসঙ্গে মামুন বলেন, ‘আমার এই ছবির মধ্যে আমি একজন বাবার একাকিত্বের গল্প বলার চেষ্টা করেছি। বাবা অনেক আদর করে তাঁর সন্তানকে বড় করেন। একটা সময় সন্তান নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বাবার তেমন একটা খবর রাখার সময় পায় না। এটা একজন বাবার জন্য অনেক কষ্টের। প্রচণ্ড একা হয়ে পড়েন বাবা, সেই বাবার গল্পটি আমি এই চলচ্চিত্রের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সবার কাছে ছবিটি ভালো লাগবে।’

তারিক আনাম ও স্পর্শীয়া ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ।

গত ডিসেম্বরে শুরু হয়েছিল ‘আবার বসন্ত’ ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares