Select Page

‘যৌথ প্রযোজনার ছবিগুলোতে অনেক সময় আমাদের বলার কিছু থাকে না’

‘যৌথ প্রযোজনার ছবিগুলোতে অনেক সময় আমাদের বলার কিছু থাকে না’

‘আলাদা করে বলার কিছু নেই। অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। আমি আমার দর্শকদের একটি বিষয় জানাতে চাই। যৌথ প্রযোজনার ছবিগুলোতে অনেক সময় আমাদের বলার কিছু থাকে না। তারা যেভাবে বলে সেই ভাবেই কাজ করতে হয়। আমি বিশ্বাস করি, যারা এত টাকা দিয়ে ছবি নির্মাণ করছেন, তাদের প্রতিটি বিষয়ের পেছনে কোনো না কোনো কারণ আছে। আমি কেবলই অভিনেত্রী হিসেবে কাজ করে গেছি।’ বস টু সিনেমার ‘আল্লাহ মেহেরবান’ গানটি সম্পর্কে এমনটি বললেন নুসরাত ফারিয়া।

বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমি আজ নুসরাত ফারিয়া হয়েছি যাদের জন্য, তারা আমাকে এই রূপে দেখতে না চাইলে আমিও এমন অভিনয় করব না।’

দুটি আইনি নোটিশের কারণে গানটি ইউটিউব থেকে অপ্রকাশ্য করে জাজ মাল্টিমিডিয়া। তবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউবে এখনো দেখা যাচ্ছে। ফারিয়ার মতে, গানটি ‘টালিউডকে কাঁপিয়ে দিয়েছে’।

এদিকে কালের কণ্ঠকে জাজের একটি সূত্র জানায়, ইউটিউব থেকে আসলে গানটি সরানো হয়নি, প্রাইভেসি পরিবর্তন করা ঝয়েছে। যেহেতু দর্শক-শ্রোতাদের জন্যই গান, সেহেতু তাদের অভিমতকে আমরা গুরুত্ব দেবো। তবে গানটি অপরিবর্তিত থাকবে। দৃশ্যায়ন ঠিক রেখে বিতর্কিত কথাগুলো সরিয়ে নতুনভাবে লেখা হবে। বিস্তারিত বিষয় শিগগির গাণমাধ্যমকে জানানো হবেও বলে জানা গেছে।

‘বস টু’তে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ।


মন্তব্য করুন