Select Page

‘যৌথ প্রযোজনা উঠিয়ে দেওয়া উচিত!’

‘যৌথ প্রযোজনা উঠিয়ে দেওয়া উচিত!’

misha-soudagor

‘যৌথ প্রযোজনার বিষয়টাই উঠিয়ে দেওয়া উচিত। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এখন এতো খারাপ যে, এই অবস্থায় যৌথ প্রযোজনার ছবি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।’— এক সাক্ষাৎকারে ইত্তেফাককে কথাগুলো বলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর

যৌথ প্রযোজনায় ভারতীয় আধিপত্য প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমার কাছে মনে হয় যৌথ প্রযোজনা বিষয়টাই ভুল। দু’জন পরিচালক একই মুভি পরিচালনা করছেন, ব্যাপারটা এমন সন্তান একটি কিন্তু সন্তানের বাবা দু’জন। আমার কাজ করার সুবাদে আমি দেখেছি যে, আমাদের পরিচালকরা যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এখনো পরিচালকের আসনে বসতে পারেননি, সম্পূর্ণ আধিপত্য ভারতীয় পরিচালকদের। কিন্তু আগের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এমনটা ছিল না।’

চলচ্চিত্রে নায়িকা সঙ্কট প্রশ্নে মিশা বলেন, ‘সবাই শুধু নায়িকা সঙ্কট নিয়ে বলে, নায়ক সঙ্কট নিয়ে তো কেউ বলে না! সঙ্কটের এই বিষয়টি কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এটা তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কেউ অভিনয়ে নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারছেন না। যার ফলে যিনি ভালো অভিনয় করতে পারছেন তিনি টিকে আছেন, আর অভিনয় না করতে পারলে ঝরে পড়ছেন। সেভাবে বলতে গেলে দু-একজন নায়ক-নায়িকাই এই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের চলচ্চিত্র সঙ্কটটা আগে ছিল না। বর্তমানে সঙ্কটটা তৈরি হয়েছে। আমাদের প্রযুক্তি, কলাকুশলী, পরিচালক থেকে শুরু করে দর্শক পর্যন্ত সঙ্কট বর্তমানে। একটা বিষয় লক্ষ্য করবেন আমাদের সিনেমা দর্শকরা আগের মতো হুমড়ি খেয়ে ছবি দেখেন না। কারণগুলোও সবারই জানা। প্রথমত, আমাদের বেঁধে দেওয়া সীমিত বাজেট। দ্বিতীয়ত, ভালো স্টোরি ও সংলাপ লেখার লেখকের অভাব। তৃতীয়ত, মানসম্পন্ন শিল্পীর সঙ্কট। পাশাপাশি আমাদের দেশের সিনেমা হলের চিত্র খুবই করুণ।’


মন্তব্য করুন