Select Page

‘রক্ত’ আপডেট : আবারো কলকাতায়

‘রক্ত’ আপডেট : আবারো কলকাতায়

pori-moni

রক্ত’ সিনেমায় অভিনয়ের জন্য বৃহস্পতিবার আবারো কলকাতা গেলেন পরী মনি। যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের ওয়াজেদ আলী সুমন।

কলকাতা থেকে প্রথম আলোকে সিনেমাটির সর্বশেষ অবস্থা জানান পরী। তিনি বলেন, ‘আমাদের বেশির ভাগ অংশের কাজ শেষ। কলকাতায় আর পাঁচ-ছয় দিন শুটিং হবে। তারপর বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। বাকি থাকবে গানের শুটিং। সেটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।’

‘রক্ত’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন পরী মনি; যার একটি পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্র, অন্যটি সাধারণ। একটি চরিত্রের নাম ‘সানিয়া’, আরেকটির নামই ‘পরী’। অ্যাকশন চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ের আগে মারামারি শিখতে হয়েছে তাকে।

কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘সবাই দারুণ সহযোগিতা করছে। মজার ব্যাপার হলো, পুরো টিমের অর্ধেক বাংলাদেশেরই। আর পরিচালক তো আমাদের আছেনই। তাই খুব বেশি অসুবিধা হয়নি।’

সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি।


মন্তব্য করুন