Select Page

রঙচঙা টিজারে ধনী-গরিবের প্রেম

রঙচঙা টিজারে ধনী-গরিবের প্রেম

ধনী-গরিবের প্রেমের সিনেমা অনেকবার করেছেন শাকিব খান। এবার বোধহয় সবচেয়ে রঙচঙা সিনেমাটি করলেন, অন্তত টিজার সেই কথা বলছে। চূড়ান্ত অবস্থা বোঝার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সরকারি অনুদানের নায়ক হলেন শাকিব খান। প্রথমবারের মতো তার নায়িকা হয়েছে পূজা চেরি। সদ্য প্রকাশিত টিজার বলছে, দুজনকে মানিয়েছে বেশ!

টিজারে বলা হয়েছে, এক সাধারণ তরুণ ও এক রাজকন্যার গল্প। সংলাপও তেমন কিছু বলছে। রাজকন্যা বলতে সম্ভবত জমিদার কন্যা ধরনের কিছু বোঝানো হয়েছে।

ছবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। তার কয়েক ঝলক মিলল টিজারে।

পাঠক আপনিই বলুন কেমন লাগল নাম্বার ওয়ান নায়কের নতুন ছবির টিজার।


মন্তব্য করুন