Select Page

রনির সঙ্গে বিয়ে হচ্ছে না নুসরাত ফারিয়ার

রনির সঙ্গে বিয়ে হচ্ছে না নুসরাত ফারিয়ার

রনি রিয়াদ রশীদের সঙ্গে সাত বছরের প্রেম, তারপর বাগদানের আংটি বদল করেন নুসরাত ফারিয়া। এর আড়াই বছর পর মন খারাপের খবর জানালেন নায়িকা। বললেন, তিনি রনিকে বিয়ে করছেন না। ‘আমি যা করি, বুঝেশুনেই করি’ বললেও পুরো বিষয়টি খোলাসা করলেন না।

ফারিয়া জানান, বিয়ে না হলেও দুজনের বন্ধুর সারাজীবন অটুট থাকবে। বলেন, ‘রনির সঙ্গে যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে।’

করোনার শুরুর দিকে ২০২০ সালের মার্চে নুসরাত ফারিয়া ও টেলিকম কর্মকর্তা রনির বাগদান হয়। ওই সময় আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে নায়িকা লিখেছিলেন, ‘আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। ’

পরে বলেছিলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসব।’

সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে রনিকে বিয়ে না করার পেছনে ‌‘অতিপরিচিত’ কিছু কথা বললেন ফারিয়া। জানালেন, চারদিকে যে পরিমাণ বিচ্ছেদ হচ্ছে তাতে অনেকটাই আতঙ্ক বোধ করেন। ফারিয়া বলেন, ‘আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো। ’

বিচ্ছেদ নিয়ে আতঙ্কে থাকলেও ভবিষ্যতে বিয়ে না করার পরিকল্পনা থেকে সরেননি তিনি। পারিবারিকভাবে বিয়ের চাপটা রয়েছে, তার পরও এখনই বিয়ে করতে চান না ঢাকাই ছবির এই নায়িকা। নিতে চান সময়। বললেন, ‘এখন আমি আমার কাজে ব্যস্ত। এই কাজ নিয়ে আপাতত থাকতে চাই। বিয়ের বিষয়টি এখনই ভাবছি না।’

এই নায়িকার কথা, একসময় না একসময় বিয়ে তো করতেই হবে। যখন হবে তখন দেখা যাবে। এটি নিয়ে বাড়তি কোনো চাপ নেই মাথায়।

বর্তমান সময়ে ঢাকার শীর্ষ নায়িকাদের প্রায় সবাই বিবাহিত। মনে হচ্ছিল, শিগগিরই সেই ক্লাবে যোগ দিচ্ছেন নুসরাত ফারিয়া। কিন্তু, তা আর হলো কই!

প্রেক্ষাগৃহে নুসরাত ফারিয়ার মুক্তিরপ্রাপ্ত ছবি দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে। এ ছাড়া গত মাসে ভারতের একটি উৎসবে প্রিমিয়ার হয়েছে অপর ছবি ‘পাতালঘর’-এর। সম্প্রতি তিনি শেষ করেছেন ভারতীয় সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং।


মন্তব্য করুন