Select Page

রাজনীতিবিদ মৌসুমী

রাজনীতিবিদ মৌসুমী
1c195নায়িকা মৌসুমীর অনেক সাধ ছিল রাজনীতিবিদ চরিত্রে অভিনয়ের। অবশেষে সেই চরিত্রের দেখা পেলেন। অচিরেই তাকে এমন চরিত্রে দেখা যাবে বড় পর্দায়। দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার’ ছবিতে মৌসুমী অভিনয় করছেন এই চরিত্রে।
চলচ্চিত্রের গল্পে একজন সক্রিয় নারীনেত্রী হিসেবে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন এবং প্রতিপক্ষের সব ঘাত-প্রতিঘাত আর প্রতিহিংসাকে মোকাবিলা করে রাজনীতিবিদ হিসেবে সফলতা লাভ করবেন।
‘লিডার’ ছবিতে আরও অভিনয় করছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমেদ শরীফ, সোহেল খানসহ অনেকে।
মৌসুমী বলেন, রাজনীতিবিদ মানেই জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই চরিত্রটি রূপায়ণের সুযোগ খুঁজছিলাম। অবশেষে ‘লিডার’ ছবিতে কাঙ্ক্ষিত চরিত্রটি পেয়ে অনেক যত্নে গড়া ইমেজের কথা মাথায় রেখে একজন রাজনীতিবিদের গেটাপ মেকাপে নিরপেক্ষতা বজায় এবং চরিত্রে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, প্রথমবারের মতো এই চরিত্রে দর্শক আমাকে পছন্দ করবেন।
এদিকে জানা গেছে, ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে ইউটিউবে ছবিটির প্রমো ছাড়া হয়েছে।


মন্তব্য করুন