Select Page

রাজশাহীতে চালু হলো জিআরভি সিনেপ্লেক্স, টিকিটের দাম ৪৫০ থেকে ৭০০ টাকা

রাজশাহীতে চালু হলো জিআরভি সিনেপ্লেক্স, টিকিটের দাম ৪৫০ থেকে ৭০০ টাকা

বিভাগীয় জেলা রাজশাহীতে চালু হয়েছে হালপ্রযুক্তির একটি সিনেমা হল, নাম জিআরভি সিনেপ্লেক্স। এক পর্দার প্রেক্ষাগৃহটি গ্র্যান্ড রিভারভিউ হোটেলের অংশ হিসেবে যাত্রা করেছে।

বছরের শেষ দিন আজ রোববার (৩১ ডিসেম্বর) উদ্বোধন হয় জিআরভি সিনেপ্লেক্স। এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে সিনেমা হলটি উদ্বোধন করেন গ্র্যান্ড রিভারভিউ হোটেলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ইসফা খায়রুল হক শিমুল ও তার পরিবার।

প্রথম দিন থেকে জিআরভি সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে আমদানি করা ভারতীয় সিনেমা ‘ডানকি’। প্রতিদিন বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো চলবে।

জানা গেছে, তিন ক্যাটাগরির টিকিট কেটে সিনেমা দেখা যাবে এ হলে। প্রত্যেকটির সঙ্গে থাকছে পপকর্ন। টিকিটের দাম ইকোনোমি ৪৫০ টাকা, বিজনেস লেন ৫০০ টাকা ও ভিআইপি ৭০০ টাকা।


মন্তব্য করুন