Select Page

রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে ‘পরাণ’!

রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে ‘পরাণ’!

বাংলাদেশের অনেক হোটেল ও রিসোর্টে সিনেমা প্রদর্শনীর জন্য রয়েছে প্রেক্ষাগৃহ। তবে সবগুলো সাধারণের জন্য উন্মুক্ত নয়। সম্প্রতি সেই সুবিধা চালু করেছে কেউ কিছু অবসর কেন্দ্র।

এবার রায়হান রাফীর ‘পরাণ’ প্রদর্শিত হতে যাচ্ছে রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ হোটেল। সম্প্রতি তারা ফেসবুক পেজে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার দৃশ্য শেয়ার করে জানানো হয়, শিগগিরই আসছে। ক্যাপশনে লেখা হয়, ‘পিপিলিকার দৌড়ে আমরাও আছি আপনাদের সাথে। খুব শীঘ্রই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাথেই থাকুন। আসছে পরাণ’।

বৃহস্পতিবার রাতে জানানো হয়, পদ্মা লাক্সারি ব্যাংকুয়েট হলে শিগগিরই ‘পরাণ’ প্রদর্শিত হবে

গত ২৯ জুলাই মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে সিলেটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টের দরোজা খুলে দেওয়া হয় সাধারণ দর্শকদের জন্য।

রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের ওয়েবপেজে একটি আধুনিক মানের সুসজ্জিত থিয়েটার ছবি দিয়েছে। কিন্তু এটি পদ্মা লাক্সারি ব্যাংকুয়েট থেকে আলাদা। সে দিক থেকে মনে হচ্ছে, আপাতত বাণিজ্যিক প্রদর্শনী নয়, কোনো একটি প্যাকেজের অংশ হিসেবে অতিথিরা দেখবে ‘পরাণ’। এখন দেখা যাক, সামনে কী ঘোষণা আসে।

https://www.facebook.com/grvrajshahi/posts/pfbid0253avxi85kasqodNLnteKnwC7WcmCVLNfunjKs5mrNShhCt288koTMFaFm3EY2aTul

এক সময় রাজশাহীতে বেশ কিছু সিনেমা হল থাকলেও বর্তমানে বিভাগ শহরটিও হলশূন্য। সম্প্রতি সেখানে স্টার সিনেপ্লেক্স নতুন মাল্টিপ্লেক্স চালুর ঘোষণা দিয়েছে, যা চলতি বছরে চালু হতে পারে।


Leave a reply