Select Page

‘রাজা ৪২০’ পরিচালকের তিন সিনেমায় শাকিব

‘রাজা ৪২০’ পরিচালকের তিন সিনেমায় শাকিব

বাজারে সাড়া না পাওয়া ‘রাজা ৪২০’ সিনেমায় উত্তম আকাশের পরিচালনায় সর্বশেষ অভিনয় করেছিলেন শাকিব খান। এবার একই পরিচালকের তিন সিনেমার নায়ক হচ্ছেন তিনি। সিনেমাগুলো প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নাম হলো ‘আমি নেতা হবো’, ‘কেউ কথা রাখেনি’ ও ‘মামলা হামলা ঝামেলা’।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদ মাধ্যমকে জানান, ৯ জুলাই একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ২৫ জুলাই ‘আমি নেতা হবো’ ছবির শুটিং শুরু হবে।

ছবি তিনটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলি, মিষ্টি জান্নাত ও সুপ্তি শেখ।

শাকিব বলেন, ‘ছবি তিনটি নিয়ে আমি আশাবাদী। প্রতিটি ছবিতে আমাকে ভিন্ন রূপে পাওয়া যাবে। একটিতে আমি নেতা, একটিতে ক্যাডার, আবার একটিতে সমাজের অবহেলিত এক যুবক। গল্পগুলো বেশ ভালো। দর্শকরা আমাকে যেভাবে দেখতে চান, ছবিগুলোতে ঠিক সেভাবেই হাজির হব।’

তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের বয়কটের মুখে ছবিগুলোতে শাকিব কীভাবে অভিনয় করেন— তা দেখার বিষয়!


মন্তব্য করুন