Select Page

রাজ্জাকের জন্য আরশাদের গান

রাজ্জাকের জন্য আরশাদের গান

razzak-arshad adnan

নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন ২৩ জানুয়ারি। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য নায়করাজকে গান উপহার দিতে যাচ্ছেন চলচ্চিত্র ও নাট্যপ্রযোজক এবং অভিনেতা আরশাদ আদনান। তারই সার্বিক তত্ত্বাবধানে নায়করাজ রাজ্জাককে নিয়ে একটি গান তৈরি হচ্ছে।

‘তোমার আলোয় পৃথিবীটা আরও রঙিন হল, স্বপ্নের ফেরিওয়ালা তুমি স্বপ্নপ্রদীপ জ্বালো, তোমার কাছে রয়ে গেল আমাদের অনেক ঋণ, আজ তোমার জন্মদিন- আজ তোমার জন্মদিন’ এমন কথার গানটি লিখেছেন সাংবাদিক ওমর ফারুক। সুর-সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। দু-তিন দিনের মধ্যেই গানটির রেকর্ডিংয়ে অংশ নেবেন চারজন শিল্পী।

গানটি প্রসঙ্গে রাজ্জাক ইত্তেফাককে বলেন, ‘গানের কথা এবং সুর আমার কাছে সত্যিই খুব ভালোলেগেছে। আশা করি গানটির পুরো কাজ শেষ হলে অনেক ভালোলাগার মতো একটি গান হবে। এ গানের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। কারণ তারা আমাকে নিয়ে এমন করে ভাববেন এটা ভাবিনি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ দিকে আরশাদ আদনান বলেন, ‘আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে নিয়ে একটি মহৎ কাজ করার সুযোগ যখন পেলাম তখন আর বিকল্প কোনো ভাবার অবকাশ নেইনি আমি। নায়করাজের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়েই রাজ্জাক স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তিনি কাজটি করার অনুমতি আমাকে দিয়েছেন।’

২৩ জানুয়ারি বিভিন্ন চ্যানেলে গানটি প্রচার হবে।

 


মন্তব্য করুন