Select Page

রানু দাশকে প্রধানমন্ত্রীর অনুদান

রানু দাশকে প্রধানমন্ত্রীর অনুদান

4_226647

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন অভিনেত্রী রানু দাশ। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে রামপুরার বাসায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে নাট্যপরিচালক জি এম সৈকত রানু দাশের পাশে দাঁড়ান। অভিনেত্রীকে নিয়ে প্রকৃতি টেলিমিডিয়ায় সংবাদ সম্মেলন করেন।

পরবর্তী সময়ে রানু দাশের আবেদনপত্র নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেন সৈকত।

সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অসুস্থ অভিনেত্রী রানু দাশকে ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

রানু দাশ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। তিনি অনেক বড় মনের মানুষ। জানি না, তাঁর এই ঋণ কখনো শোধ করতে পারব কি না। আর জি এম সৈকত নিজের সন্তানের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। আমি সৈকত ও সব সাংবাদিক ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন