Select Page

রায়হান খানের ‘পুরোপুরি কমার্শিয়াল’ ছবিতে ভাবনা, বিপরীতে রোশান

রায়হান খানের ‘পুরোপুরি কমার্শিয়াল’ ছবিতে ভাবনা, বিপরীতে রোশান

এর আগে মাত্র দুটি ছবিতে দেখা গেলে আশনা হাবিব ভাবনাকে। তবে ছবিগুলো নির্মিত হয়েছে আর্ট হাউস ধারায়। এবার ‘পুরোপুরি কমার্শিয়াল’ ধাচেঁর ছবিতে যুক্ত হলেন নায়িকা। পরিচালক রায়হান খান বললেন সেই কথা। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া সেই ছবির নাম ‘এক্সকিউজ মি’।

এ ছবিতে ভাবনার নায়ক জিয়াউল রোশান। গত ২১ ডিসেম্বর তারা এই খবর জানাতে রাজধানীতে আয়োজন করেন সংবাদ সম্মেলন।

সিনেমাটিকে পুরোপুরি কমার্শিয়াল উল্লেখ করে রায়হান খান বলেন, ‘এটা একটা রোমান্টিক-ইমোশনাল জনরার গল্প। সামাজিক দূরত্ব, অর্থনৈতিক ব্যবধান; এর মধ্যেই গল্পটা, একেবারেই রোমান্টিক।’

খণ্ড ও ধারাবাহিক মিলিয়ে ১৭০টি নাটকের পরিচালক রায়হান খান, হাজারের ওপরে নাটকে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রায়হান খান। কিছুদিন আগে মোশাররফ করিমকে নিয়ে বানিয়েছেন প্রশংসিত ওয়েব সিরিজ ‘দৌড়’। অসংখ্য বিজ্ঞাপনচিত্রে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করলেও এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক। গত বছরের প্রশংসিত চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’–এর চিত্রনাট্যকার ছিলেন রায়হান খান। নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এক্সকিউজ মি’ সম্পর্কে নির্মাতা রায়হান খান বলেন, ‘ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তা ছাড়া আমার এই সিনেমার চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে “অপারেশন সুন্দরবন” সিনেমায় রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাকে। তাই এই দুজনকে আমার ছবির জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’

এদিকে রোশান বলেন, ‘সিনেমার গল্পটি দারুণ। গল্পের কারণেই সিনেমাটিতে যুক্ত হওয়া। তা ছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি। আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। সে সময় ব্যাটে-বলে মেলেনি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করি, কাজটি বেশ ভালো হবে।’

এদিকে পরিচালক রায়হান খানের সঙ্গে একাধিক নাটকে কাজের মিষ্টি অভিজ্ঞতা জানিয়ে ভাবনা বলেন, ‘তার সঙ্গে আমি অনেক কাজ করেছি, তিনি দুর্দান্ত ক্রিয়েটিভ মানুষ। আশা করছি এটি ভিন্ন কিছু হতে যাচ্ছে।’

/প্রথম আলো ও নিউজবাংলা টোয়েন্টিফোর


মন্তব্য করুন