Select Page

নিশোর সিনেমা ছাড়াও অন্য কারণে পেছাতে পারে ‘প্রেমিক’

নিশোর সিনেমা ছাড়াও অন্য কারণে পেছাতে পারে ‘প্রেমিক’

প্রেমিক’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো রাফীর পরিচালনায় কাজ করবেন শাকিব …

অল্প সময়ে সংখ্যায় প্রচুর সিনেমা বা ওয়েব কনটেন্ট নির্মাণে রায়হান রাফীর নামডাক আছে। সম্প্রতি শাকিব খান ও আফরান নিশোকে নিয়ে দুই ঈদের সিনেমা বানানোর ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন। যদিও এখনো কোনোটির শুটিং শুরু হয়নি। নতুন খবর অনুযায়ী, রাফীর দুই ঈদ দখলে রাখার চেষ্টা পিছলে যেতে পারে।

শাকিবকে নিয়ে নির্মিতব্য ‘প্রেমিক’ পিছিয়ে যেতে পারে। এর কারণ হিসেবে, নিশোর ‘সুড়ঙ্গ’-এর শুটিং সামনে এসেছে। এ ছাড়া বছরের শুরুর দিকে গ্রিনকার্ডধারী শাকিব যুক্তরাষ্ট্রে গেলে আরেক দফা বিলম্বিত হতে পারে। এমনও শোনা যাচ্ছে, নিশোর সঙ্গে কাজ শেষ করে জাজ মাল্টিমিডিয়ার একটি ছবি করবেন ব্যস্ত নির্মাতা।

কালের কণ্ঠ আজ (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, ‘প্রেমিক’ ছবির প্রি-প্রডাকশন শুরু হয়েছে গত নভেম্বরে। শাকিব খান জানিয়েছিলেন, জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। তবে হঠাৎ করে রাফী জানালেন, ‘প্রেমিক’ শুরু হতে আরো দেরি হবে। কারণ জানুয়ারির মাঝামাঝি থেকে তিনি আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং শুরু করবেন। সেটি শেষ করে তারপর ‘প্রেমিক’-এর কাজ ধরবেন।

রাফী বলেন, “আমি বেশ আগেই ‘সুড়ঙ্গ’ ছবিটির কাজ হাতে নিয়েছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠানকে ছবিটি বুঝিয়ে দিয়ে তারপর অন্য ছবির কাজ করতে হবে। চুক্তি হওয়ার সময় এমন শর্তই ছিল। চাইলেই তাই ‘প্রেমিক’-এর কাজ শুরু করতে পারছি না। তবে শাকিব খানকে নিয়ে ছবিটি যত দ্রুত সম্ভব শুরু করার চেষ্টা করব। প্রি-প্রডাকশনের কাজ চলছে, ভবিষ্যতেও চলতে থাকবে।’

প্রতিবেদনে শাকিবভক্তদের জন্য আরেকটি হতাশার খবর রয়েছে। সেখানে বিভিন্ন সূত্রের বরাতে বলা হচ্ছে, রাফী ‘সুড়ঙ্গ’ শেষ করার পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি ছবির শুটিং করবেন। যদি খবরটি সত্যি হয় তাহলে ‘প্রেমিক’ অন্তত এপ্রিলের আগে শুরু হচ্ছে না—এটা নিশ্চিত করে বলা যায়। এদিকে এপ্রিলের মাঝামাঝি শাকিব খানের ফের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। তখন তিনি আমেরিকা গেলে ‘প্রেমিক’ ছবি আরো পেছাবে।

এ ছাড়া সম্প্রতি শাকিব ঘোষিত আরেকটি ছবি হলো, পুলিশের ‘শের খান’। সেই ছবিও নতুন বছরের প্রথম কয়েক মাসের মধ্যে শুরু হওয়ার কথা।

এদিকে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবিটি সেন্সরে জমা পড়েছে গত সপ্তাহে। এই ছবির মুক্তি প্রসঙ্গে নির্মাতা তপু খান বা প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়াও চুপ।


মন্তব্য করুন