Select Page

১০ প্রেক্ষাগৃহে ‘পায়ের ছাপ’, সাতটি পেল ‘কাগজ’

১০ প্রেক্ষাগৃহে ‘পায়ের ছাপ’, সাতটি পেল ‘কাগজ’

সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ও আলী জুলফিকার  জাহেদীর ‘কাগজ’ মুক্তি পেয়েছে আজ। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে নতুন ছবি দুটি দেখা যাবে ১৭টি প্রেক্ষাগৃহে।

‘পায়ের ছাপ’ প্রদর্শিত হবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমায়। ঢাকার বাইরে পেয়েছে সিনেস্কোপ – নারায়নগঞ্জ, সিলভার স্ক্রিন – চট্টগ্রাম, চন্দ্রিমা – শ্রীপুর, ছায়াবানী – ময়মনসিংহ, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, শঙ্খ, চিত্রালী – খুলনা।

বেশ আগেই ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন মেঘলা মুক্তা। তেলুগু ছবি ‘সাকালাকালা বাল্লাবুডু’র এবারই পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দেশে সুযোগ পেলেন।

নারীপ্রধান গল্পে নির্মিত ছবিটিতে আরো অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু প্রমুখ।

অন্যদিকে একজন লেখকের দার্শনিক অভিযাত্রা নিয়ে নির্মিত ‘কাগজ’ দেখা যাবে ঢাকার লায়ন সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা, বগুড়ার মম ইন, সিরাজগঞ্জের রুটস ক্লাব, দিনাজপুরের মর্ডান ও খুলনার সঙ্গীতায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী।


মন্তব্য করুন