Select Page

রায়হান রাফির পরিচালনায় তিশা

রায়হান রাফির পরিচালনায় তিশা

রায়হান রাফির নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন বড় ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এমন ইঙ্গিত মিলেছে সম্প্রতি।

‘পোড়ামন ২’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে চলা এ নির্মাতার জন্মদিন ছিল শনিবার। সেদিনই কিছুটা সময় কাটান তিশা ও তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে।

জানা গেছে, ওই সময় তিশার সঙ্গে নতুন সিনেমা নিয়ে আলোচনা করেন রাফি। এ বিষয়ে এখনি বিস্তারিত জানাতে চান না। তবে শিগগিরই মুখ খুলবেন।

‘পোড়ামন ২’ জুটি সিয়াম-পূজাকে নিয়ে ‘দহন’ নামের আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা সম্প্রতি দিয়েছেন রাফি। সেই সিনেমায় কি থাকছেন তিশা?

আপাতত এতটুকু জানা গেছে, ওই সিনেমায় নয় পরের প্রজেক্টে তিশাকে রাখছেন রাফি।

তিশাকে ২০১৭ সালের দেখা গেছে দুই সিনেমা ‘ডুব’ ও ‘হালদা’য়। মুক্তির অপেক্ষায় আছে ‘হলুদ বনি’ ও ‌‘শনিবার বিকেল’। এছাড়া শিগগিরই শুরু হচ্ছে ‘বালিঘর’।


মন্তব্য করুন