
রিকশা গার্ল-এর শৈল্পিক উপস্থাপন

অমিতাভ রেজা ‘আয়নাবাজি’-র সাড়া জাগানো ঘটনার পর নতুন চলচ্চিত্র নির্মাণে বড় বিরতি দিয়েছেন। তাঁর নতুন ছবি ‘রিকশা গার্ল’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পারফর্ম করার পর আজকে মুক্তি পেয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালী পারকিন্সের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সেদিক থেকে এটি সাহিত্যভিত্তিক চলচ্চিত্রও বটে।
‘রিকশা গার্ল’ আগাগোড়াই একজন নারীর বাস্তব সংগ্রামের গল্প। ‘রিকশা’ শব্দটি শুনলেই আমাদের মধ্যে মেহনতি মানুষের একটা অবয়ব ফুটে ওঠে যা এ চলচ্চিত্রের থিম সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে যথেষ্ট। বাস্তবের সাথে সংগ্রাম করা একজন নারী কিভাবে তার স্বপ্ন ও বাস্তবতার সাথে টিকে থেকে জীবনযাপন করে তারই গল্প এ ছবি। সেই নারী গ্রাম, শহর প্রেক্ষাপটে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে রিকশা গার্ল হয়ে ওঠার যে চক্রাকার আবর্তন সেটিকেই পরিচালক অমিতাভ রেজা পর্দায় উপস্থাপন করেছেন।
রিকশা পেইন্টিং যাকে আমরা ছোটবেলায় চলচ্চিত্রের ক্ষেত্রে একটি প্রচলিত প্রচারণার মাধ্যম হিসেবে দেখে এসেছি অমিতাভ রেজা সেটি তুলে ধরেছেন। নায়ক-নায়িকাদের ছবি সংবলিত আঁকার বিভিন্ন ধাঁচ থেকে রিকশার সামনে-পেছনে থাকত আর সেগুলো আমরা দেখে বিনোদিত হতাম। রিকশা পেইন্টিং-এর সেই স্বর্ণালী দিনের একটা নস্টালজিক আবহ এ চলচ্চিত্রে খুব বড় পরিসরে এসেছে। এককথায় বলা যেতে পারে ‘artistic presentation’।

ছবির প্রধান চরিত্রে নভেরা রহমান বিরল প্রতিভার মতোই নিজের অভিনয় করেছে। তার লাইভ অ্যাকটিং-এর গুণ এ চলচ্চিত্রকে জীবন্ত করেছে প্রথান চরিত্রটিকে। নির্দ্বিধায় বলা যায় যে তাকে ভালোভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে বড় মাপের অভিনেত্রী বানানো সম্ভব। সিনেমাহলের প্রজেকশন রুম থেকে সিনেমা দেখার যে অভিনয়, এটি ছিল অন্যরকম এক অভিনয়। বাস্তবতার সাথে লড়াই করতে তার চরিত্রের এক পর্যায়ের বিবর্তনকে খুব ন্যাচারালি তুলে ধরতে পেরেছে অভিনয়ের মাধ্যমে। বিশেষ উপস্থিতির মধ্যে সিয়াম আহমেদের তারকার অভিনয়টি ছিল নোটেবল। নভেরার রিকশা দেখে সিয়াম বলে-‘নাইস রিকশা’ তখন নভেরা বলে-‘i painted it’ এটা শুনে সিয়াম অবাক হয় রিকশাচালক ইংরেজিতে তার সাথে কথা বলছে দেখে। সে অ্যাপ্রিশিয়েট করে। দৃশ্যটি ছবির ওয়ান অফ দ্য বেস্ট।
অন্যান্য চরিত্রের মধ্যে চম্পা ছিল গেটাপ আর অভিনয়ে চমৎকার। নাসির উদ্দিন খানের অভিনয়ও দেখার মতো।
ছবির কারিগরি দিক ছিল এককথায় টপনচ। ছবির শেষের এক মিনিট চোখ ধাঁধানো শৈল্পিক চিত্রপ্রদর্শনী ছিল। এটি অন্যরকম ফিল দেয় যাকে বলা যায় চোখের শান্তি।
‘রিকশা গার্ল’ সব মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত প্রথম সেরা ছবি।
রেটিং – ৮.৫/১০